এই মুহূর্তে প্রয়োজন শিক্ষার মানের উন্নয়ন করা: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর আজ সোমবার সচিবালয়ে যান মনোরোগ-বিশেষজ্ঞ বিধান রঞ্জন রায়ছবি: বিজ্ঞপ্তি

দায়িত্ব নিয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, এই মুহূর্তে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে মানের উন্নয়ন করা, প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করা। যেন শিশুরা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং অবদান রাখতে পারে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর আজ সোমবার সচিবালয়ে যান মনোরোগ–বিশেষজ্ঞ বিধান রঞ্জন রায়। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে যেকোনো একটি দেশের জন্য একদম ভিতস্বরূপ। কারণ, প্রথম জীবনে যা পড়ে, সেটি কিন্তু ব্যক্তিত্বের ভিত গড়ে দেয়। কিন্তু খুব দুঃখজনক হলো যেমনটা করা উচিত, তেমনটা করা হয় না।

আরও পড়ুন
আরও পড়ুন

নতুন উপদেষ্টা বলেন, একসময় সাক্ষরতার হার খুব কম ছিল। একদিক দিয়ে উন্নতি হয়েছে। অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। সাক্ষরতার হার বেড়েছে। শিশুরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে। কিন্তু এ মুহূর্তে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে মানের উন্নয়ন করা, প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করা। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও বাস্তবে কার্যক্রম হচ্ছে না। এ বিষয়ে করা প্রশ্নের জবাবে বিধান রঞ্জন রায় বলেন, এই বিষয়ে আমরা কথা বলে ঠিক করব।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে মন্ত্রণালয় ও সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ‍প্রাথমিক শিক্ষা ঘিরে জাতির বিশাল আকাঙ্ক্ষা, এ আকাঙ্ক্ষা পূরণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তবেই একটি বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব হবে।

সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।

আরও পড়ুন
আরও পড়ুন