রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সি ইউনিটের ফল প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের বিজ্ঞান ও অ-বিজ্ঞান গ্রুপে যথাক্রমে ৪৬ শতাংশ এবং ৮০ দশমিক ৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। এতে গড় পাসের হার ৪৬ দশমিক ৮৯।
আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মিলনায়তনে এ ফলাফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় এই ইউনিটে বিজ্ঞান গ্রুপ থেকে ৭৪ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬১ হাজার ১১৯ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ২৮ হাজার ৯১ জন। অকৃতকার্য হয়েছেন ৩২ হাজার ৬৫৮ জন। ওএমআর বাতিল হয়েছে ৩৬৬ পরীক্ষার্থীর। বিজ্ঞান গ্রুপে পাসের হার ৪৬। এ শাখায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৯৬।
অ-বিজ্ঞান গ্রুপ থেকে আবেদন করেন ১ হাজার ৭৭৮ জন। তাঁদের মধ্যে ১ হাজার ৬৯৭ জন পরীক্ষায় অংশ নেন। পাস করেছেন ১ হাজার ৩৬৮ জন, যা মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ৮০ দশমিক ৬ শতাংশ। এই গ্রুপে একজন পরীক্ষার্থীর ওএমআর বাতিল হয়েছে। এ শাখায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৮৭।
৫ মার্চ সি ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় আসন রয়েছে ১ হাজার ৫১৭টি। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।