মোনাশ কলেজের গ্র্যাজুয়েশন কনভোকেশন আয়োজন করল ইউসিবি
মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন-২০২৩ আয়োজন করেছে বাংলাদেশে মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
রাজধানীর একটি হোটেলে এ আয়োজনে মোনাশ কলেজের মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার, মোনাশ কলেজ ডিপ্লোমা অব বিজনেস, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক ডিগ্রি নেওয়া ৭৬ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।
কনভোকেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার কেট স্যাংস্টার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসটিএস গ্রুপের চেয়ারম্যান বব কুন্দানমাল, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের পরিচালক ও বোর্ড মেম্বার জারিফ মুনির, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের ডিন অব একাডেমিক অ্যাফেয়ার্স অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে প্রদর্শিত একটি ভিডিওতে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের যাত্রা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসিডেন্ট ও প্রভোস্ট ডেজিগনেট অধ্যাপক হিউ গিল। বোর্ডের প্রশংসাসূচক বক্তব্য দেন জারিফ মুনির।