তথ৵ ও যোগাযোগ প্রযুক্তি–অধ্যায় ৫: বহুনির্বাচনি প্রশ্ন।

এসএসসি পরীক্ষাফাইল ছবি: প্রথম আলো

১১০. মার্কি সিলেকশন টুলের সাহায্যে—
i. বৃত্তাকার সিলেকশন করা যায় ii. ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা যায়
iii. অবজেক্ট তৈরি করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১১. ফটোশপে কয় ধরনের ল্যাসো টুল রয়েছে?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
১১২. টুলবক্সের নিচের অংশে যে কালার আইকন রয়েছে তার নাম কী?
ক. Foreground I Background কালার আইকন
খ. কালার প্যাড
গ. Gradient আইকন ঘ. প্যালেট
১১৩. Feather-এর ঘরে সর্বোচ্চ কত পর্যন্ত পরিমাণ সূচকসংখ্যা লেখা যায়?
ক. ২৫০ খ. ৩৫০
গ. ৩৬০ ঘ. ৪৬০
১১৪. Feather ঘরে ১০ টাইপ করলে প্রান্তের নমনীয়তা কত হবে?
ক. ১০ খ. ২০
গ. ৩০ ঘ. ৪০
১১৫. মুক্ত সিলেকশন তৈরি করার জন্য কোন টুল ব্যবহার করা হয়?
ক. Lasso tool খ. Move tool
গ. Dodge tool ঘ. Fye Dropper tool
১১৬. কোনো অবজেক্টের রঙের গাঢ়ত্বের পরিমাণ নির্ধারণ করার জন্য কী ব্যবহার করা হয়?
ক. গ্রেডিয়েন্ট খ. ফিল
গ. ওপাসিটি ঘ. সলিড কালার
১১৭. ওপাসিটি ঘরে রঙের পূর্ণ গাঢ়ত্ব কত?
ক. ১০০% খ. ২০০%
গ. ২৫০% ঘ. ৩৫০%
১১৮. ওপাসিটির রঙের গাঢ়ত্বের শতকরা হার যত কম হবে, রং ততই কী হবে?
ক. গাঢ় হবে খ. হালকা হবে
গ. ব্লেন্ড হবে ঘ. সাদা হবে
১১৯. Stroke কমান্ড কোন মেনুতে পাওয়া যায়?
ক. File খ. Edit
গ. Review ঘ. Color
১২০. কোন কমান্ড ব্যবহার করে ফটোশপে Save করতে হবে?
ক. Save   খ. Ctrl + V  
গ. Alt + S ঘ. Ctrl + C
১২১. ছবি সম্পাদনার পর্দা বা ক্যানভাসের একেকটি স্তরকে কী বলে?
ক. ওপাসিটি খ. লেয়ার
গ. পাথ ঘ. Swatches
১২২. লেয়ার প্যালেটে কয়টি লেয়ার থাকতে পারে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. অসংখ্য
১২৩. ছবির কোনো অংশ মুছতে ফটোশপে কোন টুলটি ব্যবহার করা হয়?
ক. Purge tool খ. Lasso tool
গ. Background Eraser tool ঘ. Burnt
১২৪. লেয়ার প্যালেটে লেয়ারগুলো কীভাবে বিন্যস্ত হবে?
ক. পর্যায়ক্রমে খ. ছোট থেকে বড়
গ. বড় থেকে ছোট ঘ. এলোমেলোভাবে
১২৫. চোখের আইকনটি লেয়ারের কোন দিকে থাকে?
ক. New layer আইকনের পাশে খ. ডান দিকে
গ. বাঁ দিকে ঘ. নিচের দিকে
১২৬. লেয়ারে কোন ছবি দৃশ্যমানকে অদৃশ্য করতে কোন আইকনটি ব্যবহার করা হয়?
ক. থাম্বনেইল আইকন খ. লক আইকন
গ. ওপাসিটি ঘ. Layer visibility icon
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১১০. খ ১১১. ক ১১২. ক ১১৩. ক ১১৪. খ ১১৫. ক ১১৬. গ ১১৭. ক ১১৮. খ
১১৯. খ ১২০. ক ১২১. খ ১২২. ঘ ১২৩. গ ১২৪. ক ১২৫. গ ১২৬. ঘ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন