লোক প্রশাসনে পড়ুয়া হারনাজ হলেন মিস ইউনিভার্স

ভারতের হারনাজ সান্ধু এ বছরের মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন। ২০০০ সালে সবশেষ ভারতীয় হিসেবে লারা দত্তের মাথায় ওঠে মিস ইউনিভার্সের মুকুট। ২১ বছর পর আবার পেলেন হারনাজ। ইসরায়েলের এলিয়াট শহরে মিস ইউনিভার্সের ৭০তম আসর বসেছিল। সেখানে হারনাজ সান্ধুর নাম ঘোষণা করা হয় বিজয়ী হিসেবে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, পাঞ্জাবে জন্ম নেওয়া হারনাজ সান্ধু পড়েছেন সিভালিক পাবলিক স্কুলে। স্নাতকোত্তর করেছেন চণ্ডীগড়ের একটি কলেজ থেকে। এখন তিনি স্নাতকোত্তর করছেন লোক প্রশাসন বিষয়ে।

মিস ইউনিভার্সের মঞ্চে ২১ বছর পর বিজয়ী হলেন এক ভারতীয়। আজ সোমবার ইউনিভার্সের অফিশিয়াল ফেসবুক পেজে তাঁকে ‍শুভেচ্ছা জানিয়ে ‘হু আর ইউ’ শিরোনামে ভিডিও প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

মিস সান্ধুকে সেরার মুকুট পরিয়ে দেন গত বছরের ‘মিস ইউনিভার্স’ মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজা। ২১ বছর বয়সী হারনাজের দুই প্রতিপক্ষ ছিলেন প্যারাগুয়ের নাদিয়া ফেরেরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা মাওয়ানে।

হারনাজ সান্ধুর আগে দুজন ভারতীয় ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জেতেন। ১৯৯৪ সালে সুস্মিতা সেন, ২০০০ সালে লারা দত্ত। নাম ঘোষণার পর মঞ্চে আনন্দে কেঁদে ফেলেন হারনাজ। হারনাজ এখন নিউইয়র্কে থাকেন।