বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস হালনাগাদের আহ্বান ইউজিসির
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম অনুমোদনের সময় শর্ত দেওয়া হয়, প্রতি চার বছর পরপর সিলেবাস হালনাগাদ করতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দেওয়া এ শর্ত মানছে না বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বেশির ভাগ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এ অবস্থায় কমিশনের মানদণ্ড অনুসরণ করে নিয়মিত সিলেবাস হালনাগাদ করতে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে তাগাদা দিয়েছে ইউজিসি। এ জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে ইউএনবির খবরে বলা হয়েছে।
চিঠিতে ইউজিসি জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রোগ্রাম অনুমোদনের শর্ত মোতাবেক প্রতিটি প্রোগ্রাম অনুমোদনের তারিখ থেকে প্রতি চার বছর অন্তর অনুমোদিত সিলেবাস কমিশন প্রণীত স্ট্যান্ডার্ড সিলেবাসের গাইডলাইন অনুসরণ করতে হালনাগাদ করার জন্য ২০১৯ সালে নির্দেশনা দেওয়া হয়। উচ্চশিক্ষার কাঙ্ক্ষিত মান অর্জনের ক্ষেত্রে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাক্রম, বিষয়ে বৈচিত্র্য আনয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নবতর জ্ঞানের দিক উন্মোচন অপরিহার্য উপাদান। বৈশ্বিক প্রেক্ষাপট ও গুণগত মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিতকরণ জরুরি বলে কমিশন মনে করে। অনুমোদিত চলমান প্রোগ্রামগুলো হালনাগাদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায় ইউজিসি। এতে আরও বলা হয়েছে, এ-সংক্রান্ত নির্দেশনা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব উপাচার্য ও রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে। দ্রুত এটি কার্যকর করতে বলা হয়েছে।