বহুজাতিক শিক্ষা প্রকল্পের সমন্বয়ক হলেন মিজানুর রহমান

সৈয়দ মিজানুর রহমান

ইন্দোনেশিয়ার এয়ারলাঙ্গা বিশ্ববিদ্যালয়ভিত্তিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (ডব্লিউইউএসিডি) ইনোভেশন এডুকেশন ও লাইফ লং লার্নিংয়ের প্রকল্প সমন্বয়ক মনোনীত হয়েছেন বাংলাদেশের সৈয়দ মিজানুর রহমান। সম্প্রতি মিজানুর রহমানকে লেখা ডব্লিউইউএসিডির নির্বাহী সভাপতি মোহামেদ নাশিহ স্বাক্ষরিত এক চিঠিতে দুই বছর মেয়াদি এই মনোনয়নের কথা জানানো হয়।

বাংলাদেশ থেকে সৈয়দ মিজানুর রহমান ছাড়াও সংগঠনটির স্বাস্থ্য ও পরিবেশ প্রকল্পের জন্য ইন্দোনেশিয়ার এয়ারলাঙ্গা বিশ্ববিদ্যালয় থেকে নিকো আজহারি হিদায়েত, টেকসই অর্থনীতি প্রকল্পের জন্য তাইওয়ানের এশিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাও লিয়ং চ্যাং এবং সমাজ উন্নয়ন ও বহুত্ববাদ প্রকল্পে তুরস্কের কিরকারেলি বিশ্ববিদ্যালয় থেকে নেরিমান হোজালু বাহাদিরকে সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়।

সৈয়দ মিজানুর রহমান বলেন, ‘করোনাকালে শিক্ষা কার্যক্রম নিয়ে যখন বিকল্প চিন্তা করতে হচ্ছে, তখন এ ধরনের বিষয় আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় নতুন উদ্ভাবনের জন্য সহায়ক হবে।’

সৈয়দ মিজানুর রহমান ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জেনারেল এডুকেশনাল ডেভেলপমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তিনি বিশ্ববিদ্যালয়টির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালকও।