করোনায় আক্রান্ত হয়ে শেকৃবির সাবেক উপাচার্য শাদাত উল্লার মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য মো. শাদাত উল্লা মারা গেছেন। বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি রাজধানীর ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসারত অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
গত ২২ জুলাই অধ্যাপক শাদাত উল্লার করোনা শনাক্ত হলে গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি উচ্চরক্তচাপ, ডায়বেটিসসহ একাধিক বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন।
২০০১ সালের ১৫ জুলাই তৎকালীন বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হলে অধ্যাপক শাদাত উল্লাকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়। পরে ২০১২ সালের ২৬ জুলাই থেকে ২০১৬ সালের ২৫ জুলাই পর্যন্ত তিনি দ্বিতীয়বার উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
শাদাত উল্লা বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট থেকে ১৯৭০ সালে স্নাতক পাস করেন। এরপর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি উন্নয়ন করপোরেশনসহ কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করে ১৯৭৬ সালে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটে কৃষি সম্প্রসারণ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য শহীদুর রশীদ ভূঁইয়া অধ্যাপক শাদাত উল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি প্রথম আলোকে বলেন, শাদাত উল্লা শুধু ভালো শিক্ষক ছিলেন না, তিনি ভালো সংগঠকও ছিলেন। বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক উপাচার্য ও অধ্যাপক শাদাত উল্লার ছাত্র কামাল উদ্দিন আহাম্মদ জানান, মুক্তিযুদ্ধের সময় শাদাত স্যার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছিলেন এবং এখান থেকেই তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। তাঁর উদ্যোগেই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পথচলা শুরু হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শেরেবাংলা হলের মাঠে অধ্যাপক শাদাত উল্লার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর ভাইয়ের ছেলে আজহারুল হক জানান, শাদাত উল্লাকে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।