একাদশে প্রতিষ্ঠান বদলের আবেদন শুরু ১০ জানুয়ারি
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ বা বোর্ড পরিবর্তনের আবেদন ১০ জানুয়ারি থেকে গ্রহণ শুরু হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে কলেজ পরিবর্তনের ই–টিসির আবেদন করা যাবে। ঢাকা বোর্ডের আওতাধীন কলেজ পরিবর্তনের ক্ষেত্রে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর অধ্যয়নরত এবং টিসির মাধ্যমে কাঙ্ক্ষিত উভয় কলেজে পঠিত বিষয়গুলো একই হতে হবে। আর এক বোর্ড থেকে আরেক বোর্ডে যেতে হলে সশরীরে বোর্ডে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। বোর্ড পরিবর্তনের আবেদন ম্যানুয়ালি গ্রহণ করা হবে। গতকাল মঙ্গলবার একাদশ শ্রেণিতে টিসির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) ই–টিসি (eTC) অপশনে গিয়ে আবেদন করা যাবে। টিসি আবেদনের ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনালি সেবার মাধ্যমে এ ফি জমা দিতে হবে।
ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে পরিবর্তনে ম্যানুয়াল আবেদন করতে বোর্ডের ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করতে হবে। ফরম পূরণ করে দুই কলেজের অধ্যক্ষের সুপারিশসহ যথাযথভাবে বোর্ডে জমা দিতে হবে। বোর্ড শিক্ষার্থীদের একটি ট্র্যাকিং নম্বর দেবে। বোর্ড টিসি অনুমোদনের পর ট্র্যাকিং নম্বর অনুযায়ী প্রিন্ট দিয়ে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে।