২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘দক্ষতা উন্নয়ন সম্মেলন ও চাকরি মেলা’র আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটেছবি: বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং করপোরেট নেটওয়ার্কিং তৈরি করতে ‘দক্ষতা উন্নয়ন সম্মেলন ও চাকরি মেলা’র আয়োজন করা হয়েছিল। আজ শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘এনইউএসডিএফ স্কিল ডেভেলপমেন্ট সামিট’ শীর্ষক দক্ষতা উন্নয়ন সম্মেলন ও চাকরি মেলা অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ফোরাম (এনইউএসডিএফ) এ মেলার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, প্রথাগত একাডেমিক শিক্ষা ছাড়াও বিভিন্ন দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা অপরিসীম। দেশের ৬৪ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কলেজেই দক্ষতা উন্নয়নের এই প্রয়াস শুরু করার এবং অব্যাহত রাখার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ফোরামের (এনইউএসডিএফ) আয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন দিনব্যাপী এ মেলায়। অনুষ্ঠানে একাধিক সেমিনার ও প্যানেল ডিসকাশন সেশন অনুষ্ঠিত হয়েছে। নিজ কোম্পানি এবং প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও যোগ্য প্রার্থী বেছে নিতে চাকরি মেলায় দেশের ৫০টি বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আরও পড়ুন