বিদেশে পড়ুয়া ৩০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে জাপান সরকার
৩০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে জাপান সরকার। এ বৃত্তি পাবেন বিদেশে পড়ুয়া শিক্ষার্থীরা। আগামী বছরের এপ্রিল থেকে শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়ার পরিকল্পনা করেছে জাপান সরকার। এটি হলে ৭০ শতাংশের বেশি শিক্ষার্থী এ নতুন বৃত্তির আওতায় আসবেন। দেশটি বলছে, শিক্ষার্থীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এবং অর্থনৈতিকভাবে সাহায্য করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
নতুন এ উদ্যোগ জাপানের স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্যও প্রযোজ্য, যাঁরা বিদেশি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির জন্য পড়ছেন। স্নাতক ডিগ্রি পড়ুয়া শিক্ষার্থীরা মাসে ১ লাখ ১৮ হাজার ইয়েন পর্যন্ত বৃত্তি পাবেন। যাঁরা স্নাতকোত্তর ডিগ্রিতে পড়ছেন, তাঁরা মাসে ১ লাখ ৪৮ হাজার ইয়েন পর্যন্ত পাবেন।
নিক্কেই এশিয়ার খবরে বলা হয়েছে, করোনা মহামারির আগে ২ লাখ ২২ হাজার জাপানি শিক্ষার্থী বিদেশে পড়ছিলেন। দেশটি বিদেশে পড়ুয়া শিক্ষার্থীদের সংখ্যা বাড়াতে চায়। এ জন্য বৃত্তি বাড়াচ্ছে। ২০৩৩ সালের মধ্যে ৫ লাখ জাপানি শিক্ষার্থীর বিদেশে অধ্যয়নের লক্ষ্যে দেশটি এমন উদ্যোগ নিতে যাচ্ছে। এ জন্য আগামী অর্থবছরের বাজেটে শিক্ষা মন্ত্রণালয় ৭৮ মিলিয়ন ডলার বরাদ্দের জন্য অনুরোধ জানিয়েছে সরকারের কাছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, ‘আমরা বিদেশে অধ্যয়নের গতি বাড়ানোর উদ্দেশ্যে স্বল্পমেয়াদি থেকে মধ্য মেয়াদে বিদেশে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য সহায়তা বাড়াচ্ছি।’
শিক্ষার্থী বিনিময় প্রোগ্রামে স্বল্প মেয়াদে বিদেশে থাকা শিক্ষার্থীরা প্রতি মাসে এক লাখ ইয়েন পান।
আগামী অর্থবছরে এর সঙ্গে আরও ৩০ হাজার ইয়েন পাবেন জাপানি শিক্ষার্থীরা। আগামী বছরের এপ্রিল থেকে এ কার্যক্রম শুরু হবে।
নতুন এ উদ্যোগ জাপানের স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্যও প্রযোজ্য, যাঁরা বিদেশি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির জন্য পড়ছেন। স্নাতক ডিগ্রি পড়ুয়া শিক্ষার্থীরা মাসে ১ লাখ ১৮ হাজার ইয়েন পর্যন্ত বৃত্তি পাবেন। যাঁরা স্নাতকোত্তর ডিগ্রিতে পড়ছেন, তাঁরা মাসে ১ লাখ ৪৮ হাজার ইয়েন পর্যন্ত পাবেন।
দেশটির মন্ত্রিপরিষদ অফিস ২০১৮ সালে ১ হাজার তরুণ-তরুণীর ওপর একটি জরিপ চালায়। জরিপে দেখা গেছে, অর্ধেকের বেশি শিক্ষার্থী বলেছেন যে তাঁরা অর্থনৈতিক কারণ এবং ভাষার দক্ষতার অভাবের কারণে বিদেশে পড়াশোনা করতে চান না।
জাপান সরকার ২০৩৩ সালের মধ্য বিদেশে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের সংখ্যা দেড় লাখে উন্নীত করতে চায়। ২০২০ সালে দেশটির ৪২ হাজার শিক্ষার্থী বিদেশে পড়েছেন। একই সময়ে ফ্রান্সের ১ লাখ, মার্কিন যুক্তরাষ্ট্রের ১ লাখ ৯ হাজার এবং জার্মানি থেকে ১ লাখ ২৩ হাজার শিক্ষার্থী বিদেশে পড়তে গেছেন। জাপান এই তিন দেশকে ছাড়িয়ে যেতে চায়।