শিক্ষাসংক্রান্ত বহুজাতিক সংস্থার দায়িত্বে বাংলাদেশের অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান
ইন্দোনেশিয়ার এয়ারলাঙ্গা বিশ্ববিদ্যালয়ভিত্তিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (ডব্লিউইউএসিডি) একাডেমিয়া ২০২৫-এর সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়য়ের অর্থনীতির অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান। সম্প্রতি মিজানুর রহমানকে লেখা ডব্লিউইউএসিডির চেয়ারম্যান অধ্যাপক নি ন্যুম্যান ট্রি পুষ্পানিংশ স্বাক্ষরিত এক চিঠিতে দুই বছর মেয়াদি এই নিয়োগের কথা জানানো হয়।
গত বছর অস্ট্রেলিয়ার ফেডারেশন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘মোবিলিটি ফর একাডেমিয়া: মাল্টিকান্ট্রি মোবিলিটি প্রোগাম’ শীর্ষক বার্ষিক সভায় তাঁর এ নিয়োগের সিদ্ধান্ত হয়। প্রতিষ্ঠানটির সঙ্গে অংশীজনদের একাডেমিক সম্পর্ক সুদৃঢ়করণের জন্য তাঁকে এ নিয়োগ প্রদান করা হয়েছে বলে নিয়োগপত্রে উল্লেখ করা হয়। এ দায়িত্বের অংশ হিসেবে তিনি পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক একচেঞ্জ কর্মসূচি সমন্বয় করবেন।
অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান বলেন, শিক্ষাসংক্রান্ত এ ধরনের বহুজাতিক সম্পর্কে যুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সম্মুখে বহুরৈখিক সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হবে বলে আশা করি।
সৈয়দ মিজানুর রহমান ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ অনুষদের সহযোগী ডিন। তিনি বিশ্ববিদ্যালয়টির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালকও। এর আগে ২০২১ সালে একই সংস্থা কর্তৃক ইনোভেশন এডুকেশন ও লাইফ লং লার্নিংয়ের প্রকল্প সমন্বয়ক মনোনীত হন তিনি।