আইইউবির নতুন উপাচার্য অধ্যাপক ম. তামিম

শিক্ষা মন্ত্রণালয়ফাইল ছবি

বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) নতুন উপাচার্য হিসেবে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ তামিমকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আরও পড়ুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট সরকার পরিবর্তিত হয়। ওই মাসের মাঝামাঝিতে অধ্যাপক তানভীর হাসান আইইউবির উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন। এরপর বিশ্ববিদ্যালয়টির সহ–উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পেয়েছিলেন। তবে ওই মাসের শেষে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সরকার নিয়োগ দেওয়ার পর পদটি খালি ছিল। প্রায় চার মাস পর বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার।

আরও পড়ুন

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অধ্যাপক মোহাম্মদ তামিমকে এ পদে তিন শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর, তবে আচার্য প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন; তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন–ভাতা প্রাপ্য হবেন এবং পদসংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন; তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

পেশাজীবনে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে কাজ করেন ম. তামিম। তিনি এর আগে ২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন