কুড়িগ্রাম কৃষি ও মুজিবনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

শিক্ষা মন্ত্রণালয়ফাইল ছবি

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ও মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদুল ইসলাম। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান। মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুরের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের কথা বলা হয়েছে।

আরও পড়ুন

দুই প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়ে কিছু শর্ত দেওয়া হয়। শর্তে বলা হয়েছে—

  • রাষ্ট্রপতির আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চার বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে;

  • উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতা পাবেন;

  • বিধি অনুযায়ী উপাচার্য পদসংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন;

  • বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন

  • রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় তাঁর এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আরও পড়ুন