বাংলাদেশি শিক্ষার্থী আশরাফুল সাংবাদিকতায় এআই তৈরি করে জিতলেন পদক
আমেরিকায় বাংলাদেশি শিক্ষার্থী মো. আশরাফুল গণি প্রজেক্ট বাংলা এআই তৈরির জন্য এনওয়াইইউ (NYU) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লোকাল নিউজ চ্যালেঞ্জ জয় করেছেন। তিনি টেক্সাস টেক ইউনিভার্সিটির কলেজ অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের ডক্টরাল শিক্ষার্থী।
স্থানীয় পর্যায়ে সংবাদ ও সাংবাদিকতায় কীভাবে এআইয়ের ব্যবহার করা যায়, তা–ই করে দেখিয়েছেন মো. আশরাফুল গণি। নাইট ফাউন্ডেশনের অর্থায়নে এনওয়াইইউ লোকাল নিউজ চ্যালেঞ্জের আয়োজন করা হয়েছিল।
মো. আশরাফুল গণি বলেছেন, ‘আমি আমার প্রকল্পের মাধ্যমে যে ধারণাটা তুলে ধরতে চাই সেটা হলো, স্থানীয় পর্যায়ের গণমাধ্যমের মানোন্নয়নে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারি। সাংবাদিকদের বেশির ভাগ সময় চলে যায় অনুবাদে। অবশ্যই গুগল ট্রান্সলেট আছে। তবে আমরা সাংবাদিকদের জন্য বিশেষ কিছু তৈরি করতে চেয়েছি, যাতে সাংবাদিকদের সুবিধা হয়। এ প্রকল্পের মাধ্যমে আমরা ঠিক সে রকম কিছু বের করতে সমর্থ হয়েছি, যা চ্যাট জিপিটি ও গুগল ট্রান্সলেশনের সমন্বয়; তবে সেটা সাংবাদিকদের জন্য।’
মো. আশরাফুল গণির চাওয়া, ‘আমরা যখন আমাদের চারপাশে থাকা প্রযুক্তির সঙ্গে আরও আধুনিক যুগে বাস করছি, তখন ভয় পাওয়ার পরিবর্তে সবারই এটিকে আলিঙ্গন করা উচিত।’