‘অ্যাডমিশন-২৩’ চান্সপ্রাপ্তদের উদ্ভাস-উন্মেষের বর্ণাঢ্য সংবর্ধনা

ছবি: বিজ্ঞপ্তি

‘অ্যাডমিশন-২৩’ চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের গত শনিবার (৪ মে) জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা দিয়েছে উদ্ভাস-উন্মেষ শিক্ষা পরিবার। ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্ভাস-উন্মেষ শিক্ষা পরিবারের কর্ণধার মাহমুদুল হাসান সোহাগ ও মোহাম্মদ আবুল হাসান লিটন, জনপ্রিয় মাইন্ড ট্রেনার সাবিত রায়হান, উদ্ভাস-উন্মেষের শিক্ষকমণ্ডলী, চান্সপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা।

দুই শিফটে আয়োজিত এ অনুষ্ঠানের প্রথম শিফটে (সকালে) মেডিকেল, ডেন্টাল, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং আর্মি মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত উন্মেষিয়ানদের সংবর্ধনা দেওয়া হয়। দ্বিতীয় শিফটে (বিকেলে) সংবর্ধনা দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ক’ ইউনিট, বুয়েট, চুয়েট–রুয়েট–কুয়েট, বুটেক্স, আইইউটি এবং এমআইএসটিতে চান্সপ্রাপ্ত উদ্ভাসিয়ানদের।

আরও পড়ুন

সংবর্ধনা অনুষ্ঠানের আবহ ও বৈচিত্র্যে তুলে ধরা হয়েছে সবুজায়নের বিষয়। পুরো স্টেডিয়াম এবং অনুষ্ঠানের প্রতিটি অংশে ছিল সবুজের ছাপ। সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে অনুষ্ঠানের সূচনাও হয়েছে বৃক্ষরোপণের মাধ্যমে। এ ছাড়া শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে অনুষ্ঠানের শেষাংশে বৃক্ষরোপণের ইভেন্টও ঘোষণা করা হয়েছে।
উদ্ভাস-উন্মেষ শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হাসান লিটন বলেন, ‘আমাদের এ বছরের সংবর্ধনার প্রতিপাদ্য বিষয় ছিল “সবুজায়ন”। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের স্বপ্নগুলো সবুজ এবং তারাই পারবে আগামীর পৃথিবীকে সবুজ করে তুলতে। তাই সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই আমাদের এ পরিকল্পনা।’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি প্রকাশিত ‘অ্যাডমিশন-২৩’–এর ফলাফলে মেডিকেলে ৫ হাজার ৩৮০টি আসনের মধ্যে ৪ হাজার ৩০০+, ডেন্টালে ৫৪৫টি আসনের মধ্যে ৪৫০+, বুয়েটে ১ হাজার ৩০৯টি আসনের মধ্যে ১ হাজার ২৯০+, চুয়েট–রুয়েট–কুয়েট ৩ হাজার ২৩১টি আসনের মধ্যে ৩ হাজার ১৮০+, ঢাবি ‘ক’ ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের মধ্যে ১ হাজার ৮০০+, বুটেক্সে ৬০০টি আসনের মধ্যে ৫৮০+, আইইউটিতে ৭৫০টি আসনের মধ্যে ৭২০+ এবং এমআইএসটিতে ৭৫০টি আসনের মধ্যে ৭২০+ জন শিক্ষার্থী উদ্ভাস-উন্মেষ থেকে চান্স পেয়েছেন।

আরও পড়ুন

প্রসঙ্গত, অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন ধরেই আস্থার এক অনন্য নাম উদ্ভাস-উন্মেষ শিক্ষা পরিবার। প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধেই সেরাদের তালিকায় শীর্ষে থাকে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ ছাড়া প্রতিষ্ঠানটির ঈর্ষণীয় সাফল্য রয়েছে বিভিন্ন বোর্ড পরীক্ষার ফলাফলেও।

আরও পড়ুন