‘বাংলাদেশ এডুকেশন এক্সপো’তে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অংশগ্রহণ

‘এডুকেশন এক্সপো ২০২৩’ এ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্যাভিলিয়নছবি: বিজ্ঞপ্তি

‘এডুকেশন এক্সপো ২০২৩’ এ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অংশ নিয়েছে। এ মেলায় প্রায় ৬০টির বেশি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান তাদের গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবন নিয়ে হাজির হয়।

গত সোমবার এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) আয়োজনে এ মেলার আয়োজন করে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান।

‘এডুকেশন এক্সপো ২০২৩’ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি
ছবি: বিজ্ঞপ্তি

এ শিক্ষা মেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মেলায় ‘একাডেমি-ইন্ডাস্ট্রিজ লিংকেজ’ সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামান।

মেলায় আসা শিক্ষার্থীদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দেওয়া হয়। এ ছাড়া ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সব প্রোগ্রামে ভর্তি ফির ওপর ৫০ শতাংশ এবং এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ১০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ছাড় আছে বলে জানানো হয়।