নতুন তিন বিভাগ নিয়ে অনুষদ হচ্ছে জবির চারুকলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা বিভাগকে অনুষদ ঘোষণা করে এর অধীন তিনটি নতুন বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিভাগ তিনটি হলো— ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাস্কর্য বিভাগ। এখন থেকে চারুকলা অনুষদের অধীনে এসব বিভাগে শিক্ষার্থী ভর্তি হবে।
গত সোমবার ইউজিসির পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নতুন তিন বিভাগ নিয়ে চারুকলা অনুষদ খোলার অনুমোদনের বিষয়টি জানানো হয়। পরে রোববার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় ক্যাম্পাসে কর্মরত গণমাধ্যমকর্মীদের।
ইউজিসির চিঠিতে বলা হয়েছে, চারুকলা অনুষদের অধীনে নতুন তিন বিভাগে প্রতি শিক্ষাবর্ষে মেধার ভিত্তিতে স্নাতক (সম্মান) পর্যায়ে সর্বমোট ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে। এ ছাড়াও শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণার জন্য গ্রন্থাগারে বিষয়ভিত্তিক পর্যাপ্ত বই, জার্নাল, মাল্টিমিডিয়াসহ আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা ও শিক্ষক নিয়োগে ইউজিসি কর্তৃক অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা নীতিমালা অনুসরণের কথাও বলা হয়েছে।