স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে টেলর সুইফট
আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে গায়িকা টেলর সুইফট। টেলরকে নিয়ে একটি কোর্স চালু হচ্ছে বিশ্ববিদ্যালয়টিতে। এ কোর্সের মূল উদ্দেশ্য সংগীত রচনায় শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে টেলর সুইফটকে নিয়ে চালু করা কোর্সের নাম ‘দ্য লাস্ট গ্রেট আমেরিকান সং রাইটার: স্টোরিটেলিং উইথ টেলর সুইফট থ্রু দ্য এরাস’। বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডেন্ট ইনিশিয়েটেড কোর্স’-এর অংশ হিসেবে এভা জেফস নামের এক শিক্ষার্থী কোর্সটি তৈরি করেছেন।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মুখপাত্রদের একজন লুইসা র্যাপোর্ট বলেন, ‘বছরের একটি নির্দিষ্ট সময় পরপর শিক্ষার্থীদের তৈরি করা নানা কোর্স আমাদের কাছে জমা পড়ে। স্টুডেন্ট ইনিশিয়েটেডের আওতায় কোর্সগুলো মূলত ‘সহপাঠ’ কার্যক্রম। শিক্ষার্থীদের আগ্রহের জায়গা আবিষ্কার এবং সমৃদ্ধ হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোর্স সহায়ক ভূমিকা পালন করে।’
তবে এটিই টেলর সুইফটকে নিয়ে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম কোর্স নয়। এ বছরের শুরুতে বিশ্ববিদ্যালয়টিতে ‘অল ট্যু ওয়েল (টেন উইক ভার্সন)’ নামের একটি কোর্স চালু হয়। কোর্সটির অনুপ্রেরণা ছিল তাঁর গাওয়া ‘অল ট্যু ওয়েল (টেলর’স ভার্সন)’ গানটি।
এভা জেফস বলেন, ‘কোর্সটির উদ্দেশ্য হলো টেলর সুইফটের পুরো ডিসকোগ্রাফিতে সাহিত্যিক রেফারেন্স, লিরিসিজম এবং গল্প বলার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা; একে একটি অ্যালবাম হিসেবে নেওয়া এবং বর্ণনামূলক আকার হিসেবে গান লেখার বিবর্তনকে দেখার চেষ্টা করা।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক ম্যাকগার্ল কোর্সটির গ্রেডিং তত্ত্বাবধান করবেন। টেলর সুইফটের এ কোর্সটি অন্যান্য কোর্স থেকে আলাদা হবে। কারণ, এখানে শিক্ষার্থীদের শুধু ‘সন্তোষজনক’ বা ‘অসন্তোষজনক’ হিসেবে গ্রেড করা হবে। এই গ্রেডগুলোয় শিক্ষার্থীদের জিপিএ–এর ওপর কোনো প্রভাব পড়বে না।