২০২৫ সালের মাদ্রাসা ছুটির তালিকা প্রকাশ, শনিবারসহ ছুটি ৭৫ দিন

দাখিল পরীক্ষাফাইল ছবি

২০২৫ সালের মাদ্রাসার ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এ বছর মাদ্রাসায় প্রথম ছুটি শবে মিরাজের ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে এ ছুটি ২৮ জানুয়ারি, মঙ্গলবার। প্রকাশিত এ ছুটির তালিকায় দেখা গেছে, এবার সব মিলিয়ে ছুটি ৭৫ দিন। এ ছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বলছে, হাওর অঞ্চলের বোরো ধান কাটা উপলক্ষে শিক্ষার্থীদের অনুপস্থিত থাকতে দেখা যায়। ফলে হাওর অঞ্চলে মোট ছুটি সমন্বয় করে ১০ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা যাবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এ–সংক্রান্ত প্রজ্ঞাপনে দেখা যায়, ২০২৫ সালের সর্বোচ্চ ৩৮ দিন ছুটি থাকবে রোজা, স্বাধীনতা দিবস, পবিত্র জুমাতুল বিদা, পবিত্র লাইলাতুল কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩ এপ্রিল পর্যন্ত চলবে এ ছুটি।

আরও পড়ুন

দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দিন ছুটি থাকবে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। আগামী ৩ জুন থেকে ১৬ জুন এ ছুটি চলবে। তৃতীয় সর্বোচ্চ ১২ দিন ছুটি থাকবে মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর), বড় দিন (২৫ ডিসেম্বর) ও শীতকালীন অবকাশে। ১৪ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এ ছুটি।

দুর্গাপূজায় এবার আট দিন (২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর) পর্যন্ত ছুটি থাকবে স্কুলে। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে। প্রতিবছরের মতো এবার মাদ্রাসার প্রধানের সংরক্ষিত ছুটি থাকবে তিন দিন, তবে তা উপভোগ করতে হবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জানিয়ে।

আরও পড়ুন

পরীক্ষা শেষ কবে

ছুটির তালিকায় নির্দেশনা দেওয়া হয়েছে, সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণ করায় প্রতিটি মাদ্রাসায় পাঠপরিকল্পনা প্রণয়ন করে সিলেবাস শেষ করতে হবে। ইবতেদায়ি ও দাখিল স্তরে অর্ধবার্ষিকী পরীক্ষা ১২ মে থেকে ২ জুন পর্যন্ত হবে। ফলাফল প্রকাশ করতে হবে ২৫ জুন। বার্ষিক পরীক্ষা ২০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত হবে, ফলাফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বলছে, হাওর অঞ্চলের বোরো ধান কাটা উপলক্ষে মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শিক্ষার্থীদের অনুপস্থিত থাকতে দেখা যায়। ফলে হাওর অঞ্চলের মাদ্রাসাগুলোর প্রধানেরা মোট ছুটি ঠিক রেখে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থেকে সমন্বয় করে ১০ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে পারবেন।

আরও পড়ুন

মাদ্রাসা কর্তৃপক্ষ নিজেদের পরীক্ষার প্রশ্নপত্র নিজেরাই প্রণয়ন করবেন। কোনো অবস্থাতেই প্রশ্নপত্র ক্রয় বা কোনো উৎস থেকে নেওয়া প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না। পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অনুমতি নিতে হবে আগে থেকে।

কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে মাদ্রাসা ছুটি দেওয়া যাবে না। সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। কাউকে সংবর্ধনার জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।

প্রতিটি মাদ্রাসায় দৈনিক পাঠের ডায়েরি ছাপানোর নির্দেশনা দিয়েছে সরকার। ডায়রিতে ছাত্রছাত্রীর পরিচিতি, আচরণবিধি, অভিভাবকের প্রতি পরামর্শ, শিক্ষকদের নাম, ধর্মীয় ও নৈতিক শিক্ষার জরুরি নির্দেশাবলি, ছুটির তালিকা, ক্লাস রুটিন অন্তর্ভুক্ত থাকবে। জাতীয় দিবসে মাদ্রাসার শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও অনুষ্ঠান আয়োজন করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২৫ সালের মাদ্রাসা ছুটির তালিকা দেখুন এখানে.pdf
আরও পড়ুন
আরও পড়ুন