ক্লাস শুরুর ব্যাপারে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনার অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয়

নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করতে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনা করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ কথা জানিয়েছেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

কোটা সংস্কারের আন্দোলনের পাশাপাশি সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের টানা কর্মবিরতিতে চলতি মাসের শুরু থেকেই বিশ্ববিদ্যালয়গুলোয় অচলাবস্থা চলছিল। এর মধ্যে কোটা সংস্কার দাবির আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সংঘাত-সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়।

আরও পড়ুন

১৬ জুলাই সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। এই সিদ্ধান্তের আলোকে পরদিন ১৭ জুলাই শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। অনির্ধারিত বন্ধের কারণে ক্লাসের পাশাপাশি পরীক্ষার ওপরও প্রভাব পড়ে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব পরীক্ষা পরবর্তী তারিখ ঘোষণা না করা পর্যন্ত স্থগিত থাকবে। বিশ্ববিদ্যালয়গুলো কবে খুলবে, তা কেউ বলতে পারছেন না।

আরও পড়ুন