বিশ্বের সেরার তালিকায় যুক্তরাষ্ট্রের যে ১০ বিশ্ববিদ্যালয়
উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য যুক্তরাষ্ট্র। বিশ্বের বিশ্ববিদ্যালয়ের মান সম্পর্কে পড়াশোনাকেন্দ্রিক যত র্যাঙ্কিং হয়, তা সব কটিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো প্রথমের দিকেই থাকে। এবার ‘বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটিজ র্যাঙ্কিং’-এ ২ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২২-২৩ এডিশনে করা সেই তালিকায় বিশ্বের ৯০টি দেশের বিশ্ববিদ্যালয় আছে। শিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ও আন্তর্জাতিক মানদণ্ডের মতো ১৩ মানদণ্ড বিবেচনায় নিয়ে এ তালিকা করা হয়েছে। সেই তালিকায় থাকা যুক্তরাষ্ট্রের সেরা ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের কথা এখানে তুলে ধরা হলো। নিচে যুক্তরাষ্ট্রের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকা দেওয়া হলো—
১.
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় স্কোর ১০০ নিয়ে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মধ্যে ২০ শতাংশ বিদেশি।
২.
‘বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটিজ র্যাঙ্কিং’–এ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) আছে ২ নম্বরে। এ বিশ্ববিদ্যালয়ের স্কোর ৯৭.৭। এমআইটিতে পড়ুয়া ১১ হাজার শিক্ষার্থীর মধ্যে ৬০ শতাংশ স্নাতকের শিক্ষার্থী। এমআইটিতে পাঁচটি স্কুল রয়েছে। এগুলো হলো স্থাপত্য ও পরিকল্পনা; প্রকৌশল; মানবিক, কলা ও সামাজিক বিজ্ঞান; ব্যবস্থাপনা এবং বিজ্ঞান।
৩.
১৮৮৫ সালে যাত্রা শুরু বিশ্বের অন্যতম স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের। যুক্তরাষ্ট্রের এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান স্কোর ৯৫.২। এ বিশ্ববিদ্যালয়ের সাতটি স্কুল রয়েছে। এগুলো হলো মানবিক এবং বিজ্ঞান; ভূবিজ্ঞান; প্রকৌশল, ব্যবসা, আইন, শিক্ষা এবং মেডিকেল স্কুল।
৪.
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪ নম্বরে আছে। স্কোর ৮৮.৭। ৭০ শতাংশের বেশি শিক্ষার্থী আন্ডারগ্র্যাজুয়েটে পড়াশোনা করেন।
৫.
ইউনিভার্সিটি অব ওয়াশিংটন সিয়াটেলের স্কোর ৮৬.৬। বিশ্বব্যাপী ষষ্ঠ সেরা এই বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রে পঞ্চম স্থানে আছে। ১৮৬১ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসজুড়ে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী স্নাতক স্তরে পড়াশোনা করেন। স্নাতক স্তরে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টিতে ৩৭০টি প্রোগ্রাম।
৬.
কলম্বিয়া ইউনিভার্সিটি ‘বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটিজ র্যাঙ্কিং’–এ আমেরিকার মধ্য ৬ নম্বরে আছে। বিশ্বে এ বিশ্ববিদ্যালয়ের স্থান সাতে। বিশ্ববিদ্যালয়টির স্কোর ৮৬.৫। নিউইয়র্কের ম্যানহাটনের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ১৭৫৪ সালে শিক্ষার্থী পড়ানো শুরু করে। ৩০ শতাংশ শিক্ষার্থী বিদেশ থেকে আসা। মোট শিক্ষার্থীর ৩০ শতাংশ আন্ডারগ্র্যাজুয়েটে পড়াশোনা করেন।
৭.
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি সপ্তম সেরা বিশ্ববিদ্যালয়। ১৮৯১ সালে থ্রুপ বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করে। ১৯২০ সালে নাম বদলে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি হয়। এ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৫৫ শতাংশ শিক্ষার্থী স্নাতক স্তরের। প্রতি চারজনের মধ্যে একজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন এ বিশ্ববিদ্যালয়ে।
৮.
জনস হপকিনস বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ১৮৭৬ সাল থেকে শিক্ষার্থী পড়ানো শুরু হয় এ বিশ্ববিদ্যালয়ে। ইতালি ও চীনেও এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আছে। বৈশ্বিকভাবে ১০ নম্বরে থাকা এ বিশ্ববিদ্যালয়ে স্কোর ৮৪.৭।
৯.
ইয়েল বিশ্ববিদ্যালয় ‘বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটিজ র্যাঙ্কিং’–এ ১১তম। আর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নবম। ১৭০১ সালে যাত্রা শুরু করা এ বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম পুরোনো বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের ২০ শতাংশ শিক্ষার্থী বিদেশি।
১০.
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস বিশ্বের সেরা ১৪তম বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রের দশম। বিশ্ববিদ্যালয়টির স্কোর ৮৪.২। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস