ব্রিটিশ কাউন্সিল স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড, চারটি ক্যাটাগরিতে পুরস্কার, যুক্তরাজ্যে ভ্রমণের সুযোগ

ছবি: স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড ওয়েবসাইট থেকে নেওয়া

ব্রিটিশ কাউন্সিল স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড ২০২৫ প্রোগ্রামের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের এবারের অ্যালামনাই প্রোগ্রামটি ১১তমবারের জন্য আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক যোগাযোগ ও শিক্ষাগত সুযোগ তৈরি হয় এ অ্যাওয়ার্ডে। চারটি ক্যাটাগরিতে পুরস্কারের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন

অ্যালামনাই অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বের প্রতিযোগী এবং বিজয়ীদের নাম ২০২৫ সালে ঘোষণা করা হবে। এ ছাড়া ডিজিটাল প্রচারণার মাধ্যমে বিজয়ীদের গল্প ও সাফল্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে। পুরস্কার বিজয়ীদের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের পরিচিতি বাড়ানো, পেশাগত নেটওয়ার্ক বিস্তৃত করা এবং ক্যারিয়ার উন্নত করার সুযোগ রয়েছে। আবার যুক্তরাজ্যে পেশাগত নেটওয়ার্কিং ভ্রমণেরও সুযোগ পাবেন বিজয়ীরা।

আরও পড়ুন
ছবি: স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড ওয়েবসাইট থেকে নেওয়া

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য ও ইতিবাচক অর্জনের প্রভাবকে গুরুত্ব দিতে চার ক্যাটাগরিতে (সায়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি, কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি, সোশ্যাল অ্যাকশন এবং বিজনেস অ্যান্ড ইনোভেশন) ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রোগ্রামে অংশ নিতে আবেদন জমা দেওয়া যাবে আগামী ২১ অক্টোবরের মধ্য।

ছবি: স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড ওয়েবসাইট থেকে নেওয়া
আরও পড়ুন

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড প্রোগ্রামের গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদনের শেষ তারিখ: ২১ অক্টোবর, ২০২৪-তারিখের ১১টা পর্যন্ত

  • আবেদনকারীদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ: ২০২৪ সালের অক্টোবর-নভেম্বর

  • ফাইনালিস্টদের নাম ঘোষণা: ডিসেম্বর ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫

অ্যালামনাই অ্যাওয়ার্ড সম্পর্কিত বিস্তারিত তথ্যে জানতেএখানে ক্লিক করুন

আরও পড়ুন
আরও পড়ুন