শিক্ষাক্রমের মূল্যায়নে প্রয়োজন সাপেক্ষে অবশ্যই পরিবর্তন আসবে: নতুন শিক্ষামন্ত্রী
নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, প্রয়োজন সাপেক্ষে নতুন শিক্ষাক্রমের মূল্যায়নে অবশ্যই পরিবর্তন আসবে। নতুন মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর আজ রোববার সচিবালয়ে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নতুন শিক্ষাক্রম নিয়ে এ কথা বলেন।
নতুন শিক্ষাক্রমের মূল্যায়নে পরিবর্তন আনা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, শিক্ষাবর্ষ শুরু হয়েছে। ধারাবাহিক মূল্যায়নের কাজগুলোও শুরু হয়েছে। কাজ করতে গিয়ে বোঝা যাবে, শিক্ষাবিশেষজ্ঞরা যেটা নির্ধারণ করেছেন, সেখানে কোনো সমস্যা আছে কি না। আগেও বলা হয়েছে, এটি স্থায়ী কোনো বিষয় নয়, একদম ‘রিজিড’ হয়ে বাস্তবায়ন করতে হবে, তা কিন্তু নয়। সেখানে প্রয়োজনে পরিবর্তন অবশ্যই আসবে।
এর আগে গত শুক্রবার বিকেলে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন কারিকুলামে বেশ কিছু অন্তর্ভুক্তি (ইনপুট) আসছে। এগুলো আমরা বিচার-বিশ্লেষণ করে দেখছি। এখানে যে বিষয়গুলো পরিবর্তন করা প্রয়োজন, সেগুলো অবশ্যই আমরা পরিবর্তন করব।’ তিনি আরও বলেন, ‘কর্মসংস্থান-সংশ্লিষ্ট যত দক্ষতা আছে, সেগুলো আমরা আমাদের কারিকুলামে নিয়ে আসতে চাই।