চট্টগ্রাম–বান্দরবানসহ চার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২ দিন বন্ধ
টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে জলবদ্ধতা তৈরি হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়। বৃষ্টির পানি এবং পাহাড়ি ঢলের কারণে এ চার জেলার অধিকাংশ রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠেছে। এই চার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২ দিন বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ আজ মঙ্গলবার প্রথম আলোকে জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল।