নীতিমালার জন্য সাত সদস্যের কমিটি গঠন করে দিলেন হাইকোর্ট

হাইকোর্ট
ফাইল ছবি

পিএইচডি গবেষণা অভিসন্দর্ভের (থিসিস) জালিয়াতি রোধে নীতিমালার জন্য সাত সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন।

কমিটির সাত সদস্য হলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চেয়ারপারসন সাইফুদ্দিন মো. তারেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাকিব মুহাম্মদ নসরুল্লাহ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক মাহবুবা নাজনীন এবং একই বিভাগের অধ্যাপক মো. মোস্তফা আকবর।

‘ঢাবি শিক্ষকের পিএইচডি গবেষণার ৯৮% নকল’ শিরোনামে ২০২০ সালের ২১ জানুয়ারি প্রথম আলোর অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে জালিয়াতির মাধ্যমে পিএইচডি বা সমমানের ডিগ্রি অর্জন রোধে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে ওই বছরের ২৬ জানুয়ারি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রুলসহ আদেশ দেন। দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রি কীভাবে অনুমোদন দেওয়া হয়, সে বিষয়ে অনুসন্ধান করে ইউজিসি চেয়ারম্যানকে প্রতিবেদন দিতে বলা হয়। এ ছাড়া ‘ঢাবি শিক্ষকের পিএইচডি গবেষণার ৯৮% নকল’ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। দুটি ক্ষেত্রেই প্রতিবেদন দাখিল করা হয়।

গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটের পক্ষে আইনজীবী মো. মনিরুজ্জামান নিজেই শুনানি করেন।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় প্রথম আলোকে বলেন, থিসিস জালিয়াতি রোধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি খসড়া নীতিমালা করেছে। এই নীতিমালার ওপর মতামত দিতে হাইকোর্ট সাত সদস্যের ওই কমিটি গঠন করে দিয়েছেন। কমিটিকে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির কার্যক্রমে সব ধরনের সহায়তা করবে ইউজিসি।

তবে আইনজীবী মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে থিসিস জালিয়াতি রোধে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে খসড়া নীতিমালা তৈরি করতে ওই কমিটি গঠন করে দেওয়া হয়েছে।