২০২৫ সালের মাদ্রাসার সংশোধিত ছুটির তালিকা প্রকাশ, ছুটি কমল ২ দিন

ফাইল ছবি

২০২৫ সালের মাদ্রাসার সংশোধিত ছুটির তলিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। তালিকা অনুযায়ী ছুটি দুই দিন কমে ৭৩ দিন করা হয়েছে। আগের তালিকায় ছুটি ছিল ৭৫ দিন। এ বছর মাদ্রাসায় প্রথম ছুটি শবে মিরাজের ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে এ ছুটি ২৮ জানুয়ারি, মঙ্গলবার। এ ছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকছে।

গতকাল মঙ্গলবার প্রকাশিত সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, এবতেদায়ি ও দাখিল স্তরের অর্ধবার্ষিক পরীক্ষা তিন দিন আগে শেষ করতে বলা হয়েছে। নির্বাচনী পরীক্ষার সময় সূচি নতুন করে যুক্ত হয়েছে। এ পরীক্ষা ১৬ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। এ ছাড়া পবিত্র রমজান, মহান স্বাধীনতা দিবস, পবিত্র ঈদুল আজহা, দুর্গাপূজা ও ফাতেহা-ই–ইয়াজদাহম ও গ্রীষ্মকালীন ছুটিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বলছে, হাওর অঞ্চলের বোরো ধান কাটা উপলক্ষে শিক্ষার্থীদের অনুপস্থিত থাকতে দেখা যায়। তাই হাওর অঞ্চলের মাদ্রাসাপ্রধানেরা মোট ছুটি ঠিক রেখে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থেকে সমন্বয় করে উল্লিখিত সময়ে ১০ শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা যাবে।

সংশোধিত ছুটির তালিকায় দেখা গেছে, পবিত্র রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমআতুল-বিদা, লাইলাতুল কদর ও ঈদুল ফিতর উপলক্ষে মোট ছুটি ৩০ দিন করা হয়েছে, যা আগে ছিল ৩৮ দিন।

অপর দিকে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ ১ থেকে ২৫ জুন পর্যন্ত বেড়েছে ৫ দিন। আগে এ ছুটি ছিল ৩ থেকে ১৬ জুন পর্যন্ত। আর দুর্গাপূজা ও ফাতেহা-ই–ইয়াজদহমে ছুটি ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। আগে আলাদাভাবে শুধু দুর্গাপূজায় ছুটি ছিল দুই দিন আর ফাতেহা-ই–ইয়াজদহমে কোনো ছুটি ছিল না।

আরও পড়ুন

এ ছাড়া মহান বিজয় দিবস, যিশুখ্রিষ্টের জন্মদিন ও শীতকালীন অবকাশ উপলক্ষে ১৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৪ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এখানে ছুটি বেড়েছে ৩ দিন।

এ ছাড়া অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঠিক রেখে ১২ মে শুরু করে ৩ দিন আগে ৩০ মে শেষ করতে বলা হয়েছে। আগে এই পরীক্ষা শেষ করতে বলা হয়েছিল ২ জুন। নির্বাচনী পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল না। ১৬ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে এ পরীক্ষা শেষ করতে হবে। ১০ নভেম্বর ফলাফল প্রকাশ করতে হবে। তবে বার্ষিক পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

ছুটির তালিকার নির্দেশনায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে মাদ্রাসা ছুটি দেওয়া যাবে না। সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। কাউকে সংবর্ধনার জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।

আরও পড়ুন

জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস, যেমন ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট দিবসে বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে দিবসটি উদ্‌যাপন করতে হবে।

*ছুটির সংশোধিত তালিকা দেখুন এখানে

আরও পড়ুন
আরও পড়ুন