আঞ্চলিক গণিত উৎসব শুরু ১০ জানুয়ারি

Nasir Khan Saikat

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৫’-এর দ্বিতীয় ধাপ ‘আঞ্চলিক গণিত উৎসব’ আগামী শুক্রবার (১০ জানুয়ারি) শুরু হবে। চলতি বছর মোট ১৫টি আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হবে। ১০ জানুয়ারি চট্টগ্রাম ও কুষ্টিয়া আঞ্চলিক গণিত উৎসব এবং ১১ জানুয়ারি (শনিবার) সিলেট, কুমিল্লা ও বরিশাল আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে। বাকি অঞ্চলগুলোর বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

আয়োজকেরা জানান, শুধু অনলাইন বাছাইপর্বের বিজয়ী শিক্ষার্থীরা আঞ্চলিক গণিত উৎসবে অংশ নিতে পারবে। উৎসব প্রাঙ্গণে শিক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিটে পৌঁছাতে হবে এবং পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। ইতিমধ্যে এই ৫ অঞ্চলের বাছাইপর্বের বিজয়ী শিক্ষার্থীদের ই-মেইল করে প্রবেশপত্র ও নির্দেশনা পাঠানো হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীরা নিজের প্রোফাইলে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। প্রবেশপত্রে উৎসবের তারিখ, সময় ও ভেন্যু দেওয়া আছে। প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষার হলে সঙ্গে নিয়ে আসতে হবে। পরীক্ষার সময় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষার হলে কলম ও পেনসিল সঙ্গে নিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের অবশ্যই নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট ভেন্যুতে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। এক অঞ্চলের শিক্ষার্থী অন্য অঞ্চলের আঞ্চলিক উৎসবে অংশ নিতে পারবে না।

অনলাইন বাছাইপর্বের ফলাফল ও আঞ্চলিক উৎসবের তালিকা, অন্তর্ভুক্ত জেলা, ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠানের নাম এবং অন্যান্য তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে

ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ গণিত উৎসবের আয়োজন করছে।