এআই বিষয়ে প্রশিক্ষণ পাবেন শিক্ষকেরা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ে প্রশিক্ষণ পাবেন শিক্ষকেরা। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের এআই–বিষয়ক প্রশিক্ষণ দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রথমে দেশের সব সরকারি কলেজ পর্যায়ের শিক্ষকদের এ প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে মাধ্যমিক ও অন্যান্য স্তরে এ প্রশিক্ষণ পাবেন শিক্ষকেরা।
সম্প্রতি এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কলেজে চাহিদা তথ্য চেয়েছে মাউশি। মাউশির পক্ষ থেকে বলা হয়েছে, মাউশিতে এআই–বিষয়ক প্রশিক্ষণ চলতি ২০২৩-২৪ অর্থবছরে অনুষ্ঠিত হবে।
দেশের সব সরকারি কলেজের আইসিটি শিক্ষক অথবা আইসিটি শিক্ষক না থাকলে গণিত অথবা পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষকদের (প্রভাষক থেকে সহযোগী অধ্যাপক) এআই–বিষয়ক প্রশিক্ষণের জন্য মনোনীত করা যেতে পারে। এ জন্য প্রতিষ্ঠান প্রধানের সুপারিশসহ ২০ ডিসেম্বরের মধ্যে স্মার্ট ট্রেইনিং ম্যানেজমেন্ট সিস্টেমের (এসটিএমএস) পোর্টালে প্রবেশ করে নোটিশ অপশনে ক্লিক করে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।