বেতন-ভাতা ৫০ হাজার করার দাবি, শাহবাগ অবরোধ প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের
বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করার এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন ট্রেইনি চিকিৎসকেরা। আজ রোববার বেলা একটায় শাহবাগ মোড় অবরোধ করেন চিকিৎসকেরা।
একই দাবিতে দেশের অনেক স্থানে কর্মসূচি পালন করছেন পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকেরা।
কর্মসূচিতে চিকিৎসকেরা নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করছেন। ‘দ্রব্যমূল্যের আগুন জ্বলে, পঁচিশ হাজারে কীভাবে চলে’, ‘দাবি মোদের একটাই, ন্যূনতম ৫০ হাজার টাকা ভাতা চাই’—চাই নানা স্লোগান প্ল্যাকার্ডে লিখে অবস্থান কর্মসূচি পালন করছেন চিসিৎসকেরা।
আন্দোলনকারী একাধিক চিকিৎসক জানান, কয়েক বছর ধরেই তাঁদের বেতন বৃদ্ধির জন্য আশ্বাস দেওয়া হলেও করা হচ্ছে না। এর আগেও তাঁরা বিভিন্ন সময় আন্দোলন করেছেন। আন্দোলনকারী চিকিৎসক বোরহানউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের বেতন ৫০ হাজার না করলে আমরা রাজপথ ছেড়ে যাব না।’
আন্দোলনকারী আরেক চিকিৎসক মামুন প্রথম আলোকে বলেন, ‘আমরা সকাল ১০টা থেকে বিএসএমএমইউর বটতলায় অবস্থান নিয়েছিলাম। আমরা দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়েছিলাম, যেন আমাদের দাবি মেনে নেওয়া হয়। কিন্তু তারা আমাদের দাবি মেনে না নেওয়ায় শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছি।’
বেলা একটা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। ইতিমধ্যে আন্দোলনকারীদের ছয়জনের একটি প্রতিনিধিদল অর্থ মন্ত্রণালয়ে গিয়েছেন। তবে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।