আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশ দল পেল ব্রোঞ্জপদক
৩৫তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) একটি ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের পক্ষে এই ব্রোঞ্জপদক পেয়েছেন রাজশাহীর গভ. ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থী ফায়েজ আহমেদ। তিনি গতবার, অর্থাৎ ৩৪তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডেও ব্রোঞ্জপদক পেয়েছিলেন। ১৩ জুলাই বাংলাদেশ সময় সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে এবারের পদকজয়ীদের নাম। ৮০টি দেশের শিক্ষার্থীর সঙ্গে লড়াই করে বাংলাদেশ এবার এই ব্রোঞ্জপদক পেল।
আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের ৩৫তম আসর বসে কাজাখস্তানের রাজধানী আস্তানায়। ৭ জুলাই শুরু হয় এ অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান এবং পর্দা নেমেছে ১৪ জুলাই। এবারের আসরে অংশ নিয়েছে চার সদস্যের বাংলাদেশ দল। দলনেতা হিসেবে সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক জুরি ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী। আর দলের চার সদস্য হলেন রাজশাহীর গভ. ল্যাবরেটরি হাইস্কুলের ফায়েজ আহমেদ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের রাইসা ফাবিহা জান্নাত, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের হা-মীম রহমান ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের স্বপ্না মণ্ডল।
আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল তৈরি করতে এর আগে ১১টি আঞ্চলিক উৎসব আয়োজিত হয় দেশের বিভিন্ন অঞ্চলে। আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় উৎসব। এ পর্বের বিজয়ীদের নিয়ে পরে ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানেই বাছাই করা হয় সেরা চার শিক্ষার্থীকে। তাঁরাই আইবিওর ৩৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের (বিডিবিও) আয়োজক বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি। প্রশিক্ষণে সহায়তা করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি। কারিগরি সহযোগিতা দিয়েছে ল্যাব বাংলা। এ ছাড়া ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।