জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘র‍্যাগিং-বুলিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স’: উপাচার্য

অধ্যাপক রেজাউল করিমছবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ও বুলিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলেছেন উপাচার্য মো. রেজাউল করিম। তিনি বলেন, ‘আমরা চাই না আবরার কিংবা অবন্তিকার মতো সম্ভাবনাময়ী শিক্ষার্থীরা আমাদের মাঝ থেকে হারিয়ে যাক। র‍্যাগিংয়ের ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে।’

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে র‍্যাগিং ও বুলিং প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শ্রেণি–প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, প্রক্টর তাজাম্মুল হক ও র‍্যাগিং–বুলিং প্রতিরোধ কমিটির আহ্বায়ক মুহাম্মদ আকরামুজ্জামান।

প্রক্টর তাজাম্মুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীরা নানাভাবে র‍্যাগিংয়ের শিকার হন, তাই তাঁরা মানসিকভাবে ভেঙে পড়েন। আমাদের সবার এসবের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, ছাত্র উপদেষ্টাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন