ভারতে উচ্চশিক্ষা ক্ষেত্রে বড় বদল আসছে ২০২৪-এ
ভারতের উচ্চশিক্ষা ক্ষেত্রে শিগগিরই কিছু পরিবর্তন আসছে। এখন থেকে এক বছরেই শেষ করা যাবে মাস্টার্স ডিগ্রির কোর্স। তবে সবাই স্নাতকোত্তর স্তরে এ ‘সুবিধা’ পাবেন না। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। দেশটির অনেক কলেজে চার বছরের স্নাতক কোর্স আছে।
যেসব শিক্ষার্থী চার বছরের স্নাতক কোর্স করবেন, তাঁরা পরে এক বছর কোর্স করেই স্নাতকোত্তরের ডিগ্রি পাবেন।
ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি বলছে, ২০২৪ শিক্ষাবর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়গুলো এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি কোর্স চালু করতে পারবে। তবে যেসব শিক্ষার্থী চার বছরের স্নাতক কোর্সে পড়ে ডিগ্রি লাভ করবেন, শুধু তাঁরাই এক বছরের স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে পারবেন। তবে ইউজিসি এ–ও জানিয়ে দিয়েছে, এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে ভর্তি হওয়া সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক হবে না। মাস্টার্স ডিগ্রির ২ বছরের কোর্সেও ইচ্ছা করলে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।
যেসব শিক্ষার্থী চার বছরের স্নাতক কোর্সে ভর্তি হবেন, পড়াশোনা শেষে তাঁদের রিসার্চসহ অনার্স ডিগ্রি দেওয়া হবে। বর্তমানে ভারতের ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ে চার বছরের স্নাতক কোর্স চালু আছে। আসন্ন শিক্ষাবর্ষ থেকে চার বছরের স্নাতক কোর্স চালু হবে আরও ১৫০টির মতো বিশ্ববিদ্যালয়ে। দেশটির দুই বছরের স্নাতকোত্তর কোর্সে গবেষণার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এ পরিবর্তন আনা হচ্ছে।
এদিকে সদ্যই স্নাতকোত্তর স্তরের জন্য নতুন ক্রেডিট কাঠামো প্রকাশ করেছে ইউজিসি। ২০২৪ সাল থেকে তা কার্যকর হবে দেশজুড়ে। তবে সেই ক্রেডিট ফ্রেমওয়ার্ক সেই সব স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য হবে, যাঁরা চার বছরের স্নাতক কোর্সে পড়াশোনা করে মাস্টার্সে ভর্তি হবেন।
ইউজিসির তথ্যমতে, সারা ভারতের স্নাতক কোর্সের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৯টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ২৪টি রাজ্য স্তরের বিশ্ববিদ্যালয়, ৪৪টি ডিমড বিশ্ববিদ্যালয় এবং ১৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল। গত শিক্ষাবর্ষে চার বছরের স্নাতক কোর্স প্রণয়নকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০৫ থেকে বেড়ে ১৫০ হয়েছে।