যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে জাদুবিদ্যা নিয়ে মাস্টার্স

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের এক্সেটার ইউনিভার্সিটি ‘ম্যাজিক অ্যান্ড অকাল্ট সায়েন্স’ নামে একটি স্নাতকোত্তর প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। যাঁরা জাদুবিদ্যা এবং গুপ্তবিজ্ঞানের জগৎ নিয়ে আগ্রহী, তাঁরা এ কোর্সের জন্য আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়টি বলছে কোর্সের প্রাথমিক লক্ষ্য হলো আন্তবিষয়ক দক্ষতা গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জাদুবিদ্যা সম্পর্কিত বিষয়গুলোর বিস্তৃত ধারণা দেওয়া। ফুলটাইম শিক্ষার্থীরা এক বছরে কোর্স শেষ করতে পারবেন। যাঁরা খণ্ডকালীন এ কোর্স পড়বেন, তাঁদের দুই বছর সময় লাগবে।

আরও পড়ুন

এ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীদের সামাজিক বিজ্ঞান বা মানবিক বিভাগে  স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতক স্তরে বিভিন্ন একাডেমিক বিষয় বা প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

বিদেশি শিক্ষার্থীদের এ কোর্সে ভর্তি হওয়ার জন্য আইএলটিএস, টোয়েফল, পিটিই ইত্যাদির মাধ্যমে ইংরেজি ভাষার দক্ষতা প্রদর্শন করতে হবে। পাঠ্যক্রমে প্রাচীন গ্রিস এবং রোমে জাদুর ইতিহাস, ইহুদি ধর্ম, খ্রিষ্টান এবং ইসলামে জাদুবিদ্যার পাঠ্যের উপস্থিতি, জাদুবিদ্যার বিবর্তনসহ বিস্তৃত বিষয়ে পড়ানো হবে। সাহিত্য এবং লোককাহিনীতে জাদু, প্রতারণা এবং বিজ্ঞান ও অন্য সংশ্লিষ্ট বিষয়গুলো এ পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত থাকবে।

আরও পড়ুন

এক্সেটার ইউনিভার্সিটি জানিয়েছে, ‘আরব এবং ইসলামিক স্টাডিজ ইনস্টিটিউটে এ প্রোগ্রামটি চালু করার মাধ্যমে আরব-ইসলামিক সাংস্কৃতিক ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। নারীবাদ এবং বর্ণবাদ বিরোধিতাও এ কর্মসূচির মূলে রয়েছে।’

আরও পড়ুন
আরও পড়ুন