বুয়েট ও বিএসএমএমইউ উপাচার্যের পদত্যাগ
ক্ষমতার পালাবদলে এবার পদত্যাগ করলেন আরও দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাঁরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য দীন মো. নূরুল হক।
বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয় বরাবর তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। ব্যক্তিগত সমস্যার কারণে পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
গতকাল বিএসএমএমইউ উপাচার্য দীন মো. নূরুল হক ছাড়াও সহ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক মো. মনিরুজ্জামান খান ও সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. আতিকুর রহমান পদত্যাগ করেছেন। গতকাল তাঁরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাঁদের পদত্যাগপত্র জমা দেন।
২০২০ সালের ২৫ জুন প্রথম মেয়াদে বুয়েটের ১৪তম উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন সত্য প্রসাদ মজুমদার। গত ২৬ জুন ছিল তাঁর প্রথম মেয়াদের শেষ কর্মদিবস। এরপরে তাঁকে দ্বিতীয় মেয়াদে উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এদিকে চলতি বছরের ১১ মার্চ বিএসএমএমইউর উপাচার্য হন অধ্যাপক দীন মো. নূরুল হক। এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন।
ছাত্র–জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর ৫ আগস্ট থেকে এ নিয়ে ২১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করলেন বলে জানা গেছে। বর্তমানে দেশে কার্যক্রম চালু থাকা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ৫৫টি।
এর আগে গত দুই সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান কাজী শহীদুল্লাহও।