ইনফ্লুয়েন্সার হতে চান, আপনার জন্য আছে কোর্স
সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে আমাদের কাছে এখন ‘ইনফ্লুয়েন্সার’ শব্দটি ব্যাপক পরিচিত। এবার ইনফ্লুয়েন্সারের ওপর স্নাতক ডিগ্রি করার সুযোগ করে দিচ্ছে আয়ারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়।
আয়ারল্যান্ডের কার্লোর সাউথ ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি (এসইটিইউ) প্রথমবারের মতো কনটেন্ট ক্রিয়েশন ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিংয়ের ওপর তিন বছরের স্নাতক ডিগ্রি করার সুযোগ দিচ্ছে। কোর্সটি শুরু হবে আগামী বছরের সেপ্টেম্বরে। আগ্রহী প্রার্থীরা এ বছরের নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
বিবিসির খবরে বলা হয়েছে, আয়ারল্যান্ডই প্রথম দেশ, যারা এ বিষয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে। কোর্সটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবসার দক্ষতা, ভিডিও ও অডিও এডিটিং, ক্রিয়েটিভ রাইটিং, সমালোচনা মূলক ও সাংস্কৃতিক দক্ষতাসহ ইত্যাদি বিষয়ে পড়ানো হবে।
এসইটিইউর মিডিয়া ও যোগাযোগের অধ্যাপক এলেনর ও’লেরি বলেন, ‘আমরা এ বিষয়ে শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে আগ্রহ দেখতে পাই। এ কারণে আমরা এ প্রোগ্রাম চালু করার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও জানান, ২০১৯ সালের পর থেকে বিশ্বে ইনফ্লুয়েন্সিংয়ের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। বর্তমানে বিশ্বব্যাপী এর অর্থমূল্য ১৪ থেকে ১৬ মিলিয়ন ইউরো। কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে স্নাতকসম্পন্ন শিক্ষার্থীরা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে স্বনির্ভরভাবে কাজ করতে পারবেন। এ ছাড়া ব্র্যান্ড সহযোগী ও কোম্পানির হয়েও কাজ করতে পারবেন শিক্ষার্থীরা।
অধ্যাপক এলেনর ও’লেরি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সার হতে হলে কিছু দক্ষতার প্রয়োজন হয়। এ প্রোগ্রাম মিডিয়া, পিআর ও বিপণন বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে কাজ করবে। এখানে শিক্ষার্থীদের শেখানো হবে কীভারে দর্শক ধরে রাখতে হয় এবং ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে হয়। কারণ, যে কিনা ঘরে বসে তারকা হওয়ার চেষ্টা করছেন, তাঁর ব্যবসার সঙ্গে জড়িত এই পুরো ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা না-ও থাকতে পারে।