আলাদাভাবে মন্তব্য করার এখতিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীফাইল ছবি

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের বিষয়ে আলাদাভাবে কোনো মন্তব্য করার এখতিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের নেই বলে মনে করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেছেন, সরকারের সর্বজনীন সিদ্ধান্তের বিষয়ে আলাদাভাবে মন্তব্য করার এখতিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের বা শিক্ষামন্ত্রী হিসেবে তাঁর নেই।

রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচি নিয়ে প্রজ্ঞাপন বাতিল করাসহ তিন দফা দাবিতে ১ জুলাই থেকে টানা সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এ কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা যোগ দিয়েছেন, তাঁদের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি নির্দেশনা আছে। এই নির্দেশনা সরকারের সার্বিক একটি নির্দেশনা। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় সরকারের গুরুত্বপূর্ণ অংশ, সেখানে সরকারের যে সার্বিক নির্দেশনা, সে ব্যাপারে তিনি আলাদা মন্তব্য করবেন না। শিক্ষামন্ত্রী আরও বলেন, যেটি সরকারের সর্বজনীন সিদ্ধান্ত, সেটির বিষয়ে আলাদাভাবে মন্তব্য করার এখতিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের বা শিক্ষামন্ত্রী হিসেবে তাঁর নেই।

আজ মঙ্গলবার নিয়ে টানা ৯ দিন ধরে কর্মবিরতি পালন করছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মকর্তা-কর্মচারীরা বড় মিছিল করেছেন। অন্যদিকে কলাভবনের ফটকে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা।