টিএইচই ইয়ং ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে একমাত্র নর্থ সাউথ

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইয়ং ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে ২০২৩ সালে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এই র‌্যাঙ্কিংয়ে অনূর্ধ্ব ৫০ বছর বয়সী বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোকে গণ্য করা হয়। ৩ জুলাই এই র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে।

র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিষয়, যেমন শিক্ষাদান, গবেষণা, জ্ঞান স্থানান্তর ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির ১৩টি সূচক ব্যবহৃত হয়েছে। এনএসইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ইয়ং ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ১১টি বিশ্ববিদ্যালয় তথ্য সরবরাহ করে। এই ক্যাটাগরিতে থাকা বিশ্বের ৬০৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ থেকে শুধু এনএসইউ ২০১-২৫০ ব্যান্ডে র‌্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হওয়ার মানদণ্ড পূরণ করেছে।

এনএসইউ এই কৃতিত্ব আগামী দিলগুলোতেও ধরে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এ বিষয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহায়তার কথা উল্লেখ করেন।
টাইমস হায়ার এডুকেশন ইয়ং ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৩–এর সম্পূর্ণ তালিকা দেখতে ক্লিক করুন—

https://www.timeshighereducation.com/world-university-rankings/2023/young-university-rankings