পরিকল্পনা মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ, আবেদন করুন দ্রুত
পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে তিন মাস মেয়াদে ১০ জন ইন্টার্ন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে পরিসংখ্যান, গণিত, ফিন্যান্স, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
যেকোনো বিশ্ববিদ্যালয়/বোর্ড থেকে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা অ্যাপিয়ার্ড প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।
ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩–এর অধীন একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করতে পারবেন।
মাসিক ভাতা
ইন্টার্নশিপ চলাকালে মাসিক ১০ হাজার টাকা হারে ইন্টার্নশিপ ভাতা দেওয়া হবে। সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করার পর ইন্টার্ন সনদ প্রদান করা হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে সংযুক্ত আবেদন ফরম ডাউনলোডের পর যথাযথভাবে পূরণ করে নির্ধারিত স্থানে পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করে এই ই-মেইলে (admin3@sid.gov.bd) পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়
১৫ মার্চ ২০২৫