বিদেশে পড়তে যেতে চান, পছন্দের তালিকায় থাকতে পারে হংকং

বিদেশি শিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য হতে পারে হংকং। কারণ, হংকংয়ে পড়াশোনার মান এবং বৃত্তির সুযোগ। বিদেশি শিক্ষার্থীদের ব্যক্তিগত এবং পেশাগত বিকাশের জন্য নানা সুযোগ রয়েছে।

আরও পড়ুন

২ বৃত্তিতে ২০ হাজার ৬০০ ডলার
হংকংয়ের একটি বৃত্তি কিতাবি নাম হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন গভর্নমেন্ট স্কলারশিপ। এটি আটটি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিটির অর্থায়নে চলে। হংকং একাডেমি ফর পারফর্মিং আর্টস এবং ভোকেশনাল ট্রেনিং কাউন্সিলে অধ্যয়নরত স্থানীয় এবং বিদেশি শিক্ষার্থীরা এ বৃত্তি পান। বৃত্তিটিতে বিদেশি শিক্ষার্থীদের প্রায় ১০ হাজার ৩০০ মার্কিন ডলার বার্ষিক অনুদান দেওয়া হয়।

হংকংয়ের আর একটি বৃত্তি দ্য সেলফ ফাইন্যান্সিং পোস্ট সেকেন্ডারি এডুকেশন ফান্ড। এ বৃত্তিতে মেধাবী  শিক্ষার্থীরা প্রায় ১০ হাজার ৩০০ ইউএস ডলার বার্ষিক বৃত্তি পেতে পারেন।

আরও পড়ুন

ফেলোশিপ
সারা বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের পিএইচডিতে ফেলোশিপ প্রদান করে হংকং। এ ফেলোশিপে প্রতিটি যোগ্য শিক্ষার্থীকে প্রায় ৪০ হাজার ৯০০ ইউএস ডলার বার্ষিক বৃত্তি প্রদান করে, সে সঙ্গে  ১ হাজার ৭০০ ডলারও দেওয়া হয়। এ ছাড়া সম্মেলন এবং গবেষণাসংক্রান্ত কাজে ভ্রমণ ভাতাও মেলে। এ পিএইচডি ফেলোশিপের সময়কাল তিন বছর। পিএইচডি ডিগ্রি সম্পন্ন করতে তিন বছরের বেশি সময় লাগলে নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলো অতিরিক্ত সহায়তা দেয়।

আরও পড়ুন

বৃত্তিমূলক, পেশাগত শিক্ষা এবং প্রশিক্ষণ
একাডেমিক প্রোগ্রামের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীরা হংকংয়ে বৃত্তিমূলক এবং পেশাগত শিক্ষার প্রশিক্ষণ প্রোগ্রামগুলোতেও অংশগ্রহণ করতে পারেন। এ প্রোগ্রামগুলো শিক্ষার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করে তোলে। ভোকেশনাল ট্রেনিং কাউন্সিলের সঙ্গে অধিভুক্ত প্রতিষ্ঠানগুলো এসব প্রোগ্রামগুলোর সুযোগ দেয়। এর মধ্যে স্নাতক ডিগ্রিও অন্তর্ভুক্ত। এ ছাড়া কিছু প্রতিষ্ঠান স্নাতকোত্তর ডিগ্রির জন্যও বিদেশি শিক্ষার্থীদের সহযোগিতা করে।

আরও পড়ুন