ভারতে বারান্দায়-ছাদে বসে নকল, একাদশ–দ্বাদশ–ডিগ্রির পরীক্ষা নিয়ে নানা অভিযোগ
ডিগ্রি পার্ট–১, ডিগ্রি পার্ট–২, একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলছে। কেউ পরীক্ষা দিচ্ছেন ছাদে বসে। কেউ বারান্দায় বসে। কেউবা মাঠে বসে দিচ্ছেন পরীক্ষা। আর পরীক্ষায় নকল চলছে দেদার। দেখে মনে হতে পারে পিকনিকে বসে কিছু একটা হচ্ছে। এমন পরীক্ষা হয়েছে ভারতের বিহার রাজ্যর মুঙ্গেরে।
বিহারের শিক্ষাব্যবস্থার করুণ এ হালের কথা প্রকাশ্যে আসে সেই–সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই। সেসব ছবি ছড়িয়ে পড়তেই মুঙ্গের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামা রায় জানিয়েছেন, এ ঘটনার তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাইরে থেকে চেয়ার–টেবিল ভাড়া করে নিয়ে এসেও পরীক্ষা দেওয়া হয়েছে। কিন্তু সেটা কতটা স্বচ্ছতার সঙ্গে হয়েছে, সেটাও দেখার। গত সোমবার থেকে এ পরীক্ষা শুরু হয়েছে। ৬৩ হাজার পরীক্ষার্থী পরীক্ষা (ডিগ্রি পার্ট–১, ডিগ্রি পার্ট-২, একাদশ ও দ্বাদশ শ্রেণির) দিচ্ছেন।
রাজ্যর পরীক্ষা নিয়ন্ত্রক রামাশিশ পার্ভে ছাদে বসে পরীক্ষা দেওয়ার কথা মানতে চাননি। তাঁর দাবি, যে ছবি ভাইরাল হয়েছে, সেটা কলেজের নয়। এমনকি পরীক্ষার্থীরা যে অবৈধ উপায়ে পরীক্ষা দিয়েছেন, এটাও মানতে চাননি তিনি। তিনি জানিয়েছেন কোনো অবৈধ পথ অবলম্বন করে পরীক্ষা হয়নি।