সরকারি হলো আরও একটি মাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা মন্ত্রণালয়ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। এ নিয়ে চলতি মার্চে মোট চারটি মাধ্যমিক পর্যায়ের স্কুল সরকারি হলো। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত বিধিবিধানের আলোকে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।

এর আগে চলতি মাসেই রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চবিদ্যালয়, চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চবিদ্যালয় এবং খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি ঘোষণা করা হয়েছে।