জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে আইন ও ন্যায্যতার ভিত্তিতেই: নবনিযুক্ত উপাচার্য

Md. Rashedul Alam Rasel

আইন ও ন্যায্যতার ভিত্তিতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নিজ কর্মস্থলে যোগদানকালে এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, ‘আমি নিশ্চয়তা দিচ্ছি সবাইকে, ইচ্ছাকৃত কোনো অন্যায্য কাজ করব না। তবে মানুষ হিসেবে ভুল-ত্রুটি হতে পারে। কিন্তু আমার কাছে এসে তা ধরিয়ে দেবেন। আমি নিজেকে সংশোধন করিয়ে নেব। আমাদের সব কাজের মূল হলো শিক্ষার্থীরা। তাই সবকিছুর ঊর্ধ্বে আমরা শিক্ষার্থীদের স্বার্থকেই যেন স্থান দিই। একটি শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য আমরা সকলে চেষ্টা করব।’

আরও পড়ুন

অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘সর্বপ্রথম আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, জুলাই বিপ্লবের শহীদ সব ছাত্র জনতাকে, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এখনো অনেকে হাসপাতালের চিকিৎসাধীন আছেন, তাঁদের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন সমাজ ও শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা। আপনাদের সঙ্গে নিয়ে আমরা সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় চেষ্টা চালিয়ে যাব।’

এর আগে সকাল সাড়ে আটটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য মো. রেজাউল করিম কর্মস্থলে যোগদান করেন।

আরও পড়ুন
আরও পড়ুন