রাবিতে অনলাইন নয়, সশরীর ক্লাস-পরীক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা আপাতত সশরীরই চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কোনো বিভাগ চাইলে তাদের সক্ষমতা অনুযায়ী অনলাইনেও ক্লাস নিতে পারবে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলও খোলা থাকবে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার অনলাইনে যুক্ত ছিলেন। এ ছাড়া সশরীর সহ–উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, ছাত্র উপদেষ্টা মো. তারেক নূর, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পান্ডেসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, ইনস্টিটিউটের পরিচালকেরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বেলা সোয়া একটায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, সভায় দুজন সহ–উপাচার্য বলেছেন, বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা আপাতত সশরীরই চলবে। তবে কোনো বিভাগ চাইলে তাদের সামর্থ্য অনুযায়ী অনলাইনেও ক্লাস নিতে পারবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আবাসিক হল খোলা থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র এবং হলে আইসোলেশন কক্ষের ব্যবস্থা থাকবে। কোনো শিক্ষার্থী পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের আইসোলেশন কক্ষে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে।
এর আগে গতকাল বুধবার করোনার অমিক্রন ও ডেলটা ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীর ক্লাস বন্ধ করে অনলাইনে ক্লাস নেওয়ার দাবি জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।