বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নতুন কমিটি গঠন
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) বার্ষিক সাধারণ সভা এবং কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার। এতে ২০২১-২৩ মেয়াদে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শেখ কবির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ পুনর্নির্বাচিত হয়েছেন।
সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাইস চেয়ারম্যান পদে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের আনিস আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের কে বি এম মঈন উদ্দিন চিশতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন।
কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্যরা হলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ কে এম এনামুল হক শামীম, সোনারগাঁও ইউনিভার্সিটির নজরুল ইসলাম, আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাজী রফিকুল আলম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ইশতিয়াক আবেদিন, ব্র্যাক ইউনিভার্সিটির সাদাফ সাজ সিদ্দিকী, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির মোজাফফর উদ্দিন সিদ্দিক, কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের চৌধুরী নাফিজ সরাফত, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মো. সবুর খান, এক্সিম ব্যাংক অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটির এ কে এম নুরুল ফজল বুলবুল, ঈসা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়াদ আহমেদ, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ, সাউথ ইস্ট ইউনিভার্সিটির মো. রেজাউল করিম এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কাইয়ূম রেজা চৌধুরী।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের নির্বাচন কমিশন অনলাইনে এই নির্বাচন পরিচালনা করে। বিজ্ঞপ্তি