এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট সম্মেলন শুরু
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে তিন দিনব্যাপী দ্বিতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট (আইসিসিএ)-২০২২ শুরু হয়েছে। বিজ্ঞপ্তি।
আজ ১০ মার্চ শুরু হওয়া এ সম্মেলন চলবে ১২ মার্চ পর্যন্ত। সম্মেলন আয়োজনে সহায়তা করছে অ্যাসোসিয়েশন অব কম্পিউটিং মেশিনারি (এসিএম)। সহযোগিতায় আছে প্রথম আলো।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন।
সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন এআইইউবির উপাচার্য কারমেন জিটা লামাগনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রকৌশল অনুষদের ডিন এ বি এম সিদ্দিক হোসেন। প্রোগ্রাম চেয়ার হিসেবে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক খন্দকার তাবিন হাসান।
সম্মেলনের বিভিন্ন পর্বে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করছেন কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন শাখার দেশি-বিদেশি গবেষক-বিশেষজ্ঞরা।
সম্মেলনের বিভিন্ন পর্বে অ্যালগরিদম অ্যান্ড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বিগ-ডেটা ইত্যাদি বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে। সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধগুলো পরবর্তীকালে এসিএম ডিজিটাল লাইব্রেরিতে প্রকাশের জন্য জমা দেওয়া হবে।
১২ মার্চ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি বুয়েটের অধ্যাপক সেলিয়া শাহনাজ। সম্মেলনের সমাপ্তি ঘোষণা ও ধন্যবাদ জ্ঞাপন করবেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাসানুল এ হাসান।