জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ফল প্রকাশ, প্রথম সেরার নম্বর ৯০.৮০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাবিষয়ক ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
ডি ইউনিটে ছাত্রদের মধ্যে প্রথম হয়েছেন রেদোয়ানুল হক মারুফ। তিনি ৮৯ দশমিক ৬০ নম্বর পেয়েছেন। অন্যদিকে ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছেন ফাহরিমা ইউসুফ ইলমা। তিনি ৯০ দশমিক ৮০ নম্বর পেয়েছেন। মেরিট লিস্টে ছেলে ও মেয়েদের আলাদাভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে।
এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ; চারুকলা বিভাগভুক্ত সি-১ ইউনিট; গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগভুক্ত এ ইউনিট; কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার ফলাফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে https://www.ju-admission.org/result পাওয়া যাবে।