বুয়েটে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের যে ৩টি শর্ত মানতে হবে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গতকাল সোমবার রাতে। গতকাল রাতে বুয়েটের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৭৫ জন ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় স্থান পেয়েছেন। মেধাতালিকায় সুযোগ পাওয়া ও অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীরা এখন ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। মেধাতালিকা ও পছন্দক্রম অনুসারে প্রার্থীদের বিভাগ বণ্টনও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রথম ধাপে স্বাস্থ্য পরীক্ষা, দ্বিতীয় ধাপে ভর্তি ফি প্রদান, তৃতীয় ধাপে মূল সনদ, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ভর্তি ফি-এর রসিদ জমা প্রদান সাপেক্ষে ভর্তি নিশ্চিত করণ করতে হবে। এ ছাড়া ভর্তির আগে ও পরে শিক্ষার্থীদের কয়েকটি নিয়ম মানতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে সেসব নিয়মের তথ্য জানানো হয়েছে।
এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি কমিটিগুলোর সভাপতির পূর্ব অনুমতি না নিয়ে উপস্থিতির দিন নির্ধারিত সময়ে অনুপস্থিত প্রার্থীর ভর্তির যোগ্যতা বাতিল বলে গণ্য হবে। বিশেষ দ্রষ্টব্য হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ উভয় ধরনের প্রার্থীর ক্ষেত্রে তিনটি শর্তের কথা বলা হয়েছে। সেগুলো হলো—
১. বিনা অনুমতিতে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হলে ভর্তির যোগ্যতা বাতিল বলে গণ্য হবে।
২. ভর্তির পর কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে অথবা বিনা অনুমতিতে ক্লাস শুরুর দুই সপ্তাহের মধ্যে ক্লাসে উপস্থিত না হলে তাঁর ভর্তি বাতিল করা হবে।
৩. আবাসিক/অনাবাসিক ছাত্র-ছাত্রীদের হলে ভর্তির জন্য প্রদেয় ফি’র পরিমাণ এবং হলে ভর্তির সময়সূচি ছাত্রকল্যাণ পরিচালকের দপ্তর (বিশ্ববিদ্যালয় খেলার মাঠের দক্ষিণ-পশ্চিম প্রান্তে) থেকে নিজ দায়িত্বে যথাসময়ে জেনে নিতে হবে।