২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ, যেভাবে নম্বর বণ্টন

ঢাকার একটি স্কুলে এসএসসি পরীক্ষার ফলাফল দেখছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরাফাইল ছবি: প্রথম আলো

২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। গতকাল শনিবার এনসিটিবির ওয়েবসাইটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট ৩২টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে। ৯ম-১০ম শ্রেণিতে বিভাগ বিভাজন ফিরিয়ে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষাক্রমে ৯ম-১০ম শ্রেণিতে বিভাগ বিভাজন তুলে দেওয়া হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর এ বছরের সেপ্টেম্বরে নতুন শিক্ষাক্রম থেকে সরে আসে অন্তর্বর্তী সরকার। ২০১২ সালের শিক্ষাক্রমে ফেরার ঘোষণা দেওয়া হয়। এ ডিসেম্বরে পুরোনো সৃজনশীল পদ্ধতিতে বার্ষিক পরীক্ষাও হয়েছে। সে সময় ২০২৬ সালেও সৃজনশীল পদ্ধতিতে প্রচলিত নিয়মে এসএসসি ও সমমান পরীক্ষা হবে বলে জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

নম্বর বণ্টন ও প্রশ্নের ধরন যেমন হবে

এনসিটিবির প্রকাশিত সিলেবাসে নম্বর বণ্টনে দেখা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে ব্যবহারিক না থাকা বিষয়গুলোর রচনামূলক অংশে থাকবে ৭০ নম্বর এবং বহুনির্বাচনি অংশে থাকবে ৩০ নম্বর। ব্যবহারিকসহ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ৭৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে ৪০ নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে ১০ নম্বর ও বহুনির্বাচনি অংশে থাকবে ২৫ নম্বর।

বর্তমানে বিভাগ বিভাজন ফিরিয়ে এনে ২০১২ সালের পাঠ্যসূচির বইগুলো ২০২৫ সালের জন্য পুনরায় ছাপানোর কাজ চলছে এবং সে অনুযায়ী পরিমার্জনা করা হচ্ছে। ২০২৬ সালে এ বইগুলো থেকেই পাঠ্যক্রম পরিচালনা করা হবে এবং ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এ বইগুলো পড়েই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

প্রথম আলো ফাইল ছবি

৯ম শ্রেণিতে বার্ষিক পরীক্ষা দিয়ে এবার ১০ম শ্রেণিতে উঠেছে প্রায় ১৫ লাখের মতো শিক্ষার্থী। তারা ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে। সাধারণত ৯ম-১০ম শ্রেণিতে একই পাঠ্যবই ও শিক্ষাক্রম পড়ানো হয়। ব্যতিক্রম এবারের শিক্ষার্থীরা। তারা ৯ম শ্রেণিতে বাতিল হওয়া ‘নতুন শিক্ষাক্রম’ পড়েছে। ১০ম শ্রেণিতে উঠে পড়বে ২০১২ সালে প্রণীত শিক্ষাক্রম।

আরও পড়ুন

৯ মাস সময় পাবে এসএসসি পরীক্ষার্থীরা

প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ১ জানুয়ারি থেকে শিক্ষাবর্ষ শুরু হবে। ১৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এসএসসির (১০ম শ্রেণি) নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। মার্চের শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। ১ জানুয়ারি বই হাতে পেয়ে ক্লাস শুরু করলেও নির্বাচনী পরীক্ষার আগে মাত্র ৯ মাস সময় পাবে একজন এসএসসি পরীক্ষার্থী। সে ক্ষেত্রে এনসিটিবির বই হাতে পেতে অধীর আগ্রহে অভিভাবক ও শিক্ষার্থীরা।

মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সময়ে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে সিলেবাস সংক্ষিপ্ত করে এসএসসি পরীক্ষা নেওয়া হয়েছিল।

*এসএসসি পরীক্ষা–২০২৬ সিলেবাস দেখতে এখানে ক্লিক

আরও পড়ুন