এইচএসসি কারিগরির ফলাফল শিক্ষার্থী কীভাবে পাবেন
এ বছরের এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স চূড়ান্ত পরীক্ষার ফলাফল আজ বুধবার (১৫ অক্টোবর) প্রকাশিত হচ্ছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২০২৪ সালের এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স চূড়ান্ত পরীক্ষার ফলাফল ১৫ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সভাকক্ষে চেয়ারম্যান মো. রকিব উল্লাহ প্রকাশ করবেন। পরীক্ষার্থীরা বেলা ১১টায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে তাঁদের ফল জানতে পারবেন।
চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।